About Me
@@LiteTEL এর পরিবারে আপনাদের স্বাগতম@@
SYMPHONY Mobile এবং Helio এর মত প্রিমিয়াম ব্র্যান্ড এ ব্যাপক সফলতা এবং টানা ৭ বছর মুঠোফোন ব্যবসায় শীর্ষস্থান ধরে রাখার পর এবার সর্বসাধারনের মুঠোফোন ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে EDISON Group “Joy of Sharing” স্লোগানের মাধমে বাজারে নিয়ে এসেছে নতুন ব্র্যান্ড LiteTEL।মূলতঃ বাংলাদেশের গ্রাহকদের রুচির পরিবর্তন এবং digital বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাহকদের মাঝে নতুন প্রযুক্তি ছড়িয়ে দিতেই LiteTEL এর আত্মপ্রকাশ।
সাশ্রয়ী দাম, গুনগত মান ও উৎকৃষ্ট সেবার কথা বিবেচনা করে এবং গ্রাহক সুবিধার কথা চিন্তা করে, সর্বোচ্চ ফিচার সুবিধাসম্পন্ন LiteTEL Brand এর অগ্রযাত্রা। LiteTEL মোবাইল নিয়ে আসছে গুনগত মান, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অরিজিনাল এক্সেসরিজ সম্পন্ন মুঠোফোন যেখানে থাকবে গ্রাহকদের রুচির বৈচিত্র্যতা।
SYMPHONY Customer Care বাংলাদেশের সবচাইতে সুদক্ষ অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালিত, বৃহত্তর ও বিস্তৃত মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান যা SYMPHONY Smileনামে পরিচিত। LiteTEL Mobile এর গুনগত মান বিবেচনা করে SYMPHONY Smile তাদের বিস্তৃত ৮৪ টি গ্রাহক সেবা কেন্দ্র থেকে LiteTEL এর গ্রাহকদের সেবা প্রদান করবে।
LiteTEL বাংলাদেশের মুঠোফোন গ্রাহকদের মুখে হাসি ফোটাতে দৃঢ় প্রতিজ্ঞ। LiteTEL সব সময় গ্রাহক সুবিধা এবং সাধ ও সাধ্যের সমন্বয়ের কথা মাথায় রেখে বাংলাদেশে পন্য বাজারজাত করছে।বাংলাদেশের প্রতিটি রিটেইল শপে LiteTEL Handset পাওয়া যাচ্ছে ।
![]() |
Lite TEL |